রাজাপুরে জাতীয় নাগরিক পার্টির পথযাত্রা ও মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ

- আপডেট সময় : ১১:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর,ঝালকাঠী:
ঝালকাঠির রাজাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী “জুলাই পথযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৩ জুলাই) দুপুরে রাজাপুর পৌঁছায় দলটির গাড়ি বহর।
রাজাপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে আমিনা-মুজিব কনভেনশন সেন্টারে আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দলটির সদস্য সচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসমিন জারা, মশিউর রহমান, যুগ্ম সহ-সংগঠক আরিফুর রহমান, যুগ্ম সদস্য সচিব মাহমুদা মিতু প্রমূখ।
এছাড়া রাজাপুর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
রাজাপুর উপজেলা সমন্বয়ক শাহরিয়া শাকিল বলেন, “কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রীতিভোজের সুযোগ রাজাপুরের নেতাকর্মীদের জন্য একটি গর্বের বিষয়। এতে আমরা আরও অনুপ্রাণিত হয়েছি এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে।”
পরে বিকেল সাড়ে ৩টায় গাড়িবহর রাজাপুরের মেডিকেল মোড়, বাইপাস, ও সদর রোড হয়ে জনসমাগমের মধ্য দিয়ে ঝালকাঠির উদ্দেশ্যে রওনা হয়।