রাজাপুরে জমি দখল করতে গিয়ে গাছ কেটে তিন লাখ টাকার ক্ষতির অভিযোগ

- আপডেট সময় : ০৫:২৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার রাজাপুরে পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে দখলবাজদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। প্রভাবশালী একটি চক্র ভুক্তভোগীর জমিতে প্রবেশ করে সুপারি, মেহগনি ও চাম্বুল গাছ কেটে তিন লাখ টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ জালাল উদ্দিন বেপারী রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আব্দুর রহমান, অব্দুর রহিম, আব্দুল বারেক ও মোঃ রেজাউলসহ একটি দখলবাজ চক্র দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে একাধিকবার শালিসি বৈঠক হলেও তারা কোনো সিদ্ধান্ত মানেনি।
অভিযোগকারী জানান, একই দিন সকালে ওই চক্র পরিকল্পিতভাবে তার ভোগদখলীয় জমিতে প্রবেশ করে প্রায় ৫০টি সুপারি গাছ, ১৫টি মেহগনি গাছ ও আরও কয়েকটি চাম্বুল গাছ কেটে ফেলে। এতে তার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ সময় বাধা দিতে গেলে বিবাদীরা দেশীয় অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে ভুক্তভোগী পরিবার আতঙ্কে রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ্যে এমন তাণ্ডব গ্রামজুড়ে আতঙ্ক তৈরি করেছে। ভুক্তভোগী পরিবার দ্রুত আইনগত সহায়তা কামনা করেছে।
অভিযুক্ত আব্দুল রহমান জানায়, আমার ছোট চাচা জমিজমা বন্টন না করেই ভোগদখলে রয়েছে।তাই জমি দখল করে নতুন ঘর উত্তোলনের জন্য গাছ কর্তন করা হয়েছে।
রাজাপুর থানা অফিসার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয় হবে।