রাজাপুরে ছাত্রদল নেতার উদ্যোগে রফিকুল ইসলাম জামালের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত

- আপডেট সময় : ০৮:২২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

মোঃকামরুল হাসান রানা,রাজাপুর (ঝালকাঠি)
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ১৩ জুন ২০২৫ খ্রিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বিকালে রাজাপুর বাজারের আল-মদিনা কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়ার আয়োজন করেন রাজাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম (মুন)।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাগর ইসলাম জুয়েল, সদস্য খন্দকার ফরহাদ হোসেন (রনি), রাজাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আঃ বারেক ফরাজী, উপজেলা মৎস্যজীবী দলের উপদেষ্টা জিয়াউল হক (টিটু), রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাহারিয়া ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রাকিব, সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সজিব হোসেন বাপ্পিসহ ছাত্রদল ও স্থানীয় নেতৃবৃন্দ।
মসজিদের মুসল্লিরাও এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মাহফিলে অংশগ্রহণকারীরা রফিকুল ইসলাম জামালের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় মোনাজাত করেন।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা মো. ইব্রাহিম আল হাদী।
উল্লেখ্য, গত (১১ জুন) রফিকুল ইসলাম জামাল শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের প্রাথমিক নিরীক্ষায় তা নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানা গেছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।