রাজাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এনসিপির দোয়া মোনাজাত অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পুরাতন জেলখানা রোডের মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিনল্যান্ড জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঝালকাঠি-১ আসনে মনোনয়ন প্রত্যাশী মো. আহাদ সিকদার, ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়ক মো. মইনুল ইসলাম মান্না, যুগ্ম সমন্বয়ক মো. জুবায়ের হোসেন, রাজাপুর উপজেলা প্রধান সমন্বয়ক মো. শাহরিয়া শাকিল ও যুগ্ম সমন্বয়ক মো. মুজাহিদুল ইসলাম সোহাগ গাজী।
দোয়া মাহফিলে আহাদ সিকদার বলেন, “বেগম খালেদা জিয়া দেশের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ যেন তাঁকে সুস্থতা দান করেন এবং দেশকে আরও এগিয়ে নিতে শক্তি দেন।”
উক্ত অনুষ্ঠানে নেতাকর্মীরা আরও বলেন, বেগম জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্রপন্থী মানুষের আকাঙ্ক্ষার প্রতীক।



















