রাজাপুরে এনসিপির প্রার্থী মোঃ আহাদ শিকদারের ১৫ দফা কর্মপরিকল্পনা প্রকাশ
- আপডেট সময় : ১১:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী।
আজ ১৭ নভেম্বর সন্ধ্যায় মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে রাজাপুর উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) এলাকার সার্বিক উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং সামাজিক সেবাবৃদ্ধির লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় পর্যায়ে তাদের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। এতে প্রার্থীর পক্ষ থেকে ১৫ দফা অঙ্গীকার তুলে ধরা হয়।
ঘোষিত কর্মসূচিতে গ্রামীণ রাস্তাঘাট ও সেতু নির্মাণ, খাল–বিল খনন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কৃষিখাতে সহায়তা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার প্রসারসহ শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
পোস্টারে উল্লেখ করা হয়, এলাকায় যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দরিদ্র পরিবার, নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এ ছাড়া স্থানীয় বাজার, রাস্তার সংযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার, দুঃস্থ মানুষের আর্থিক সহায়তা এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম শক্তিশালী করার বিষয়টিও কর্মপরিকল্পনায় স্থান পেয়েছে।
উক্ত অনুষ্ঠানে রাজারপুর–কাঠালিয়া এলাকার সামগ্রিক উন্নয়নই এই কর্মসূচির মূল লক্ষ্য, যা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।



















