রাজনীতি বিএনপিতে সাবেক এমপি ওমর ফারুকের যোগদানকে ঘিরে সমালোচনার ঝড়
- আপডেট সময় : ০৩:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:
ত্যাগী নেতাকর্মীদের ক্ষোভ—‘সুযোগসন্ধানীদের প্রবেশে দল দুর্বল হচ্ছে’
সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
সাবেক এমপি ওমর ফারুকের বিএনপিতে যোগদানের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর কাছে ফুল দিয়ে যোগদানের দৃশ্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ধাক্কা লেগেছে বলে মন্তব্য করছেন অনেকে।
‘ত্যাগীরা দূরে, হাইব্রিডরা সামনে’—ক্ষোভ তৃণমূলে
দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলনে নির্যাতিত তৃণমূল বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করছেন,
“যারা বছরের পর বছর দল করে, আন্দোলন করে, ঝড়ঝাপটা সামলায়—তাঁরা নেতাদের কাছে যেতে পারেন না। অথচ হঠাৎ করে সুবিধাবাদীরা বড় নেতাদের পাশে জায়গা পেয়ে যায়।”
সামাজিক মাধ্যমে বহু নেতাকর্মী লিখেছেন,
“এসব চিটার–বাটপাররা যেকোনো সময় লেবাস বদলে ফেলতে পারে। দলকে সতর্ক হতে হবে।”
রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ওমর ফারুকের অতীত পরিচয় ও অবস্থান বিবেচনায় তার এই নতুন রাজনৈতিক অবস্থান প্রশ্ন তুলেছে বহু মহলে। বিশেষত তাঁর অতীতে ভিন্ন রাজনৈতিক শক্তির ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি থাকায় অনেকেই বিস্মিত।
বিএনপি এখনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি
ঘটনাটি নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে দলীয় সূত্র বলছে, আগামী নির্বাচনের আগে আরও অনেকের দলবদল ঘটতে পারে, যা দলীয় ভেতরে চাপা অস্থিরতা সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মত—আগামী নির্বাচনের আগে দলবদল বাড়বে
বিশেষজ্ঞরা মনে করছেন,
“নির্বাচনী হিসাব–নিকাশে দলগুলো ত্যাগী কর্মীদের শক্তি ধরে রাখতে চাইলেও পরিচিত বা প্রভাবশালী ব্যক্তিদের প্রতি আকর্ষণ দেখাতে বাধ্য হচ্ছে—ফলে সংঘাত তৈরি হচ্ছে তৃণমূলের সঙ্গে নেতৃত্বের।”



















