সংবাদ শিরোনাম :
রাজনীতি অন্তিম শয্যায়

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৪৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমাম তাহের সুনামগঞ্জ জেলা সংবাদ দাতা:
“রাজনীতি অন্তিম শয্যায়”
কবি মশিউর রেজা
না রাজনীতির বাঁচার কোন উপায় নেই
বিভিন্ন রোগে আক্রান্ত রাজনীতি
হেপাটাইডিস এ
হেপাটাইডিস বি
বক্ষ ব্যধি ক্ষয় রোগ
হাম পোলিও
জ্বর আমাশয়
আরো কত কি
কোন রোগেই বাদ নেই আর
রোগে আক্রান্ত হতে হতে
ধীরে ধীরে মহা প্রস্তানের দিকে এগুচ্ছে
বেঁচে আছে মাত্র
যে কোন সময় চির নিদ্রায় যাবে
রাজনীতির নিয়োগ কারি
ডাঃ বিষেশজ্ঞরা কত পরিক্ষাই না করে যাছে
তাতেও কাজ হয়নি
তাদের কাছ হতে উওর আসে
না রাজনীতি আর ফিরছে না সুস্থ্য হয়ে
শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষের দ্বারে দ্বরে
মানবতার চাদর নিয়ে
না শুনবে আর কেহ
শোষিত বঞ্চিত নির্যাতিতদের কান্না
মেহনতিদের হাহাকার
যে দিকে যাবে দেখতে পাবে
রক্ত শুষা মানুষ কেকো ভয়ংকর মহাদানব …!!!
প্রকাশকাল:১৪–০৯–২৫
উৎসর্গ: প্রিয়বন্ধু তৌফিকুর রহমান তাহেরকে।