রাউজানের হলদিয়ায় ছুরিকাঘাত ও পিটিয়ে যুবদল কর্মীকে হত্যা

- আপডেট সময় : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ মুক্তার হোসাইন,চট্টগ্রাম প্রতিনিধি:-অভ্যন্তরীণ কোন্দলের জেরে রাউজানের হলদিয়ায় খুন হন হয়েছেন কমর উদ্দিন (৩৪) নামের ইউনিয়ন যুবদলের এক কর্মী। তিনি হলদিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্ত্তা গ্রামের মনু পেটান তালুকার বাড়ির আলী মিয়ার ছেলে। গতকাল ১৫ মার্চ শনিবার রাত পৌণে ১০টার দিকে হলদিয়া আমীর হাট বাজারের পশ্চিম দিকে তাকে ছুরিকাঘাত এবং পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রাত সোয়া ১০টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া। মাটিকাটা, মাটি ভরাট, খালের বালু উত্তোলন নিয়ে এই ঘটনা হয় বলে জানা গেছে।
বিরোধের জেরে শনিবার রাত পৌণে ১০টার দিকে আমীর হাট বাজারে তার সাথে বিবাদ হয় প্রতিদ্বন্দ্বিদের সাথে। তারই জেরে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে এবং উপর্যপুরী ছুরিকাঘাত করে। দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যায়।’
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বলেন ‘লোকটিকে (কমর উদ্দিন) সোয়া ১০টার দিকে হাসপাতালে আনা হয়। তখন তাকে আমরা মৃত পাই। তার বুকের দুই পাশে দুটি ধারালো ছুরিকাঘাতের মতো গর্ত পাওয়া গেছে।’
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন ‘নিজেদের মধ্যে দলীয় কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।