রংপুরে হানি ট্রাপের ফাঁদ: নারীসহ তিনজন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরে এক ব্যক্তিকে আটকে রেখে নির্যাতন, অর্থ হাতিয়ে নেওয়া ও নগ্ন ভিডিও ধারণের হুমকির অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। ঘটনাস্থল থেকে মোবাইল ফোন, নন–জুডিশিয়াল স্ট্যাম্প, ফাঁকা চেক, নগদ টাকা ও স্টিলের পাইপ জব্দ করা হয়েছে।
পুলিশ ও মামলা–সংক্রান্ত নথি থেকে জানা যায়, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে নিয়মিত যোগাযোগ রাখতেন রিফা বেগম শিল্পী নামের এক নারী। গত ১৫ নভেম্বর সকালে তিনি অভিযোগকারী মো. আব্দুস সালাম (৩৬)–কে দেখা করার জন্য ডেকে নেন। প্রথমে অনীহা থাকলেও, পরে সালাম রংপুরের টার্মিনাল এলাকার একটি হোটেলে যান। সেখানে রিফার সঙ্গে আরেক নারীও ছিলেন। কিছুক্ষণ পর রিফা সালামকে নিয়ে যান দেওডোবা মাস্টারপাড়ার তাঁর ভাড়া বাসায়।
সেখানে গিয়ে সালামকে আটক রাখা হয়। দুপুরে আরও দুজন পুরুষ ঘরে ঢুকে স্টিলের পাইপ ও কাঠের বাতা দিয়ে পিটিয়ে আহত করেন। ছিনিয়ে নেন সালামের মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা। অভিযোগে বলা হয়েছে, সালামকে উলঙ্গ করা হয় এবং সঙ্গে থাকা নারীকে একইভাবে বসিয়ে অশালীন ভিডিও ধারণের চেষ্টা করা হয়। পরে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়—টাকা না দিলে ভিডিও পরিবারের কাছে পাঠানো হবে।
পুলিশ জানায়, বাদীর বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে ১১ হাজার টাকা এবং ব্যাংক কার্ডের পিন নিয়ে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা তুলে নেয় আসামিরা। মোট ৬৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি দুটি ফাঁকা চেক ও তিনটি নন–জুডিশিয়াল স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়া হয়।
ঘটনার পর কোতয়ালী থানায় মামলা নং–১২ রুজু করা হয়। তদন্তভার পান এসআই (নিঃ) শাহীনুর রহমান। পুলিশ কমিশনারের নির্দেশনায় অভিযান চালিয়ে প্রথমে রিফা বেগমকে গ্রেপ্তার করা হয়। তাঁর ঘর থেকে জব্দ করা হয়— * ২টি অ্যান্ড্রয়েড ফোন * বাদীর স্বাক্ষর করা ৩টি স্ট্যাম্প * ইসলামী ব্যাংকের ২টি চেক * নগদ ৬৫ হাজার টাকা * ২টি স্টিলের পাইপ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফা অপরাধের কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দেওডোবা মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়—মো. বেলাল হোসেন বিশাল (৩২) এবং মো. নাহিদ আলম (২৬)। তাদের কাছ থেকে ২টি ওয়াকিটকি ও ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুইজন আদালতে ধারা ১৬৪ অনুসারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।




















