রংপুরে ছাগলের ভূষি খাওয়াকে কেন্দ্র করে গৃহবধূ শ্লীলতাহানির শিকার

- আপডেট সময় : ০২:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী,জেলা প্রতিনিধি, রংপুর:রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানার জয়দেব পূর্ব পাড়া গ্ৰামের মোঃ হায়দার আলীর স্ত্রী মোছাঃ নুরেজা বেগম শ্লীলতাহানির শিকার হন।
সরেজমিনে গেলে হায়দার আলী ও তার স্ত্রী গনমাধ্যম কর্মীদের জানান।
ঘটনার দিন গত-১৯-০৯-২০২৫ ইং সময় আনুমানিক ৫ ঘটিকায় আমার ছাগল বিবাদী মোঃ রবিউল ইসলামের বাড়িতে সামান্য ভূষি খাওয়াকে কেন্দ্র করে আমার স্বামী মোঃ হায়দার আলী বাড়িতে না থাকার সুবাদে বিবাদী মোঃ রবিউল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
আমি আমার বাড়ি থেকে প্রতিবাদ জানালে, আমি মহিলা মানুষ হওয়া সত্ত্বেও বিবাদী আমার বাড়িতে অনধিকার প্রবেশ করে তার হাতে থাকা লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে আমাকে আঘাত করে।
পরে বিবাদীর বাবা-মা আমাকে চুলের মুঠি ধরে শ্লীলতাহানি করে এবং মুহুর্তের মধ্যে বিবাদী আমার মুখে আঘাত করে,ফলে আমার নিচের একটি দাঁত পড়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
আমি একপর্যায়ে অচেতন হয়ে মাটিতে পড়ে গেলে বিবাদী গন আমার গলায় থাকা একটি স্বর্নের চেইন ছিনিয়ে নেয়।
ঘটনা স্থলে উপস্থিত স্থানীয় লোকজন আগাইয়া আসিয়া আমাকে উদ্ধার করে এবং আমার স্বামীকে মোবাইল করে।
ফলে আমার স্বামী বাড়িতে আসে এবং স্থানীয় লোকজনদের সহায়তায় আমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
গত-১৯-০৯-২০২৫ ইং তারিখে আমার স্বামী মোঃ হায়দার আলী গঙ্গাচড়া মডেল থানায় আসিয়া আসামি (১)মোঃ রবিউল ইসলাম (২০)পিতা মোঃ জয়নাল হোসেন,((২)মোঃ জয়নাল হোসেন (৫৫) পিতা মৃত হসিবুদ্দিন,(৩)মোছাঃ রেজওয়ানা বেগম (৫০) স্বামী মোঃ জয়নাল হোসেন সর্ব সাং জয়দেব, ভরসার বাজার,গজঘন্টা, গঙ্গাচড়া, রংপুর।
এদের নামে একটি এজাহার দায়ের করি।
যাহার মামলা নং ২৭/৩১০ কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ১৭ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ আসামি ধরতে সক্ষম হননি।
আমি সর্বোপরি সাংবাদিক ভাইদের কলমের লিখনির মাধ্যমে প্রসাশনের কাছে আসামীদের কঠোর শাস্তির দাবি করছি।।