যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের গাবুয়াখালীতে যুবদলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:৫২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

ইমদাদুল হোক, ক্রাইম রিপোর্টার,মনিরামপুর:যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের গাবুয়াখালীতে যুবদলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমাবেশে নেতারা দলীয় ঐক্য ও ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান।
শনিবার সন্ধ্যায় ৩ ও ৪ নং ওয়ার্ডে আয়োজিত এ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকুরিয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাস্টার মতিয়ার রহমান এবং বিশেষ অতিথি ছিলেন জয়েন্ট সেক্রেটারি মোল্লা মিজান।
বক্তারা জানান, মনিরামপুর-০৫ আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব এডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বারবার হামলা-মামলা ও কারাবরণের মধ্যেও বিএনপির নেতারা কখনো দলীয় কার্যক্রম থেকে সরে যাননি।
সমাবেশে বক্তারা সাম্প্রতিক ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, দুঃসময়ের ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন না করে অনিয়মের মাধ্যমে অনেককে অর্থের বিনিময়ে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।
বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নতুন কমিটি গঠন এবং ত্যাগী নেতাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।