যশোরে সদর উপজেলা যুবদলের জরুরী সভা

- আপডেট সময় : ১১:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ২০ জুলাই ২৫ ইং’ তারিখ বিকাল ৩.০০ টায় শিল্পকলা একাডেমীতে য়শোর সদর উপজেলা যুবদলের জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জরুরী সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত।আরো উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের আহবায়ক এম তমাল,সদস্য সচিব আনসারুল হক রানা।
এবং উক্ত জরুরী সভার সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবদলের অন্যতম নেতা তানভীর রায়হান তুহিন।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদল এবং সদর উপজেলা বিএনপির অথিতি নেতৃবৃন্দ।
এবং যশোর সদর উপজেলা যুবদলের ১৫ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দসহ ১৩৫ টা ওয়াডের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।।
উক্ত সভায় প্রধান অথিতির বক্তব্যকালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন। ৫ আগস্টের পর যশোরে যদি বিএনপির নেতাকর্মী যদি তাদের পরিবারের হারানো সদস্যের খুন /মারামারীর প্রতিশোধ নিতো বা সেগুলো করতে দেওয়া হতো তাহলে চারিদিকে রক্তাক্ত ঘটনা ঘটতো কিন্ত না আমাদের সকল নেতাকর্মী মহত্ত্বের পরিচয় দিয়েছে আমরা সকলকে মাফ করে দিয়েছি, এই ১৭ বছরে এই যশোরের অনেক নেতা কর্মী হামলা,মামলার শিকার হয়েছে তবুও ৫ আগস্টের পর এই যশোর সদর উপজেলায় এমন কোন ঘটনার নজির দেখা যায়নি যেখানে বাংলাদেশ জাতীয়তাবদী দলের কোন নেতাকর্মী অরাজকতা সৃষ্টি করেছে।আর যদি কেউ এ ধরনের ঘটনার সাথে জড়িত হয়েছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হছে।দল কোন অপরাধকে কখনো ঠাই দিবে না।
তিনি বলেন আমরা জিয়ার আদর্শে রাজনীতি করি, আমরা খুনের রাজনীতি করি না।আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।আমরা জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করে সঠিক পন্থায় এই দেশকে তথা দেশের মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।
তিনি একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সদর উপজেলা যুবদলকে বিভিন্ন দিক নির্দ্দেশনা দিয়েছে এবং জনগন সাথে নিয়েই তিনি নতুন স্বাধীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন।।