যশোর-মাগুরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নাঈম নামে একজন মৃত্যু

- আপডেট সময় : ০১:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৪৭৫ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি,যশোর:রবিবার সকাল ৯ টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাঈম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত নাঈম যশোর সদর উপজেলার কিসমত রাজাপুর গ্রামের মোঃ বুলু হোসেন ছেলে। নিহত নাঈম সরাসরি শহীদ সিরাজউদ্দীন হোসেন মহাবিদ্যালয় এর বিএম শাখার ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাঈম হেলমেট পরে তার পালসার মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। বাহাদুরপুর ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত বাস বা ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
নাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহনটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।