সংবাদ শিরোনাম :
যশোরে যুবলীগের শীর্ষ দুই নেতা আটক

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
আটককৃতরা হলেন, যশোর জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ জাহিদুর রহমান লাবু ও সদর উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক মোঃ মাজহারুল ইসলাম।
যশোর কোতোয়ালি থানা পুলিশ বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জানান, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার আমলে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। সে কারণে তাদেরকে আটক করা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যম ও পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, তাদেরকে বিএনপি’র পার্টি অফিসে অগ্নিকাণ্ড ও ভাঙচুর মামলায় তাদেরকে আটক দেখানোর প্রস্তুতি চলছে।
তাদেরকে গ্রেফতার করার পর থেকেই যশোরে আওয়ামী লীগ সমর্থিতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট করছেন।