যশোর-মাগুরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু, আহত ১ ও আটক ১
- আপডেট সময় : ০১:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৪৪০ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি, যশোর:মঙ্গলবার সকাল ১০ টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের নঙ্গড়পুর তেলপাম্পের পাশে মাছ টানা পিকআপ গাড়ি সাথে অটোভ্যানের সংঘর্ষে ভ্যান চালক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পিকআপ ও অটোভ্যান যশোর দিক থেকে খাজুরা দিকে আসার পথে, পিছন থেকে পিকআপে অটোভ্যানে আঘাত করে ফলে অটোভ্যান চালক ভ্যানের তলে পড়ে জায়গায় মারা যায় এবং ভ্যানে থাকা যাত্রী সামান্য আঘাত পেয়ে রোডে পাশে পড়ে যায়।
নিহত ভ্যানচালক এর বাসা যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন এর তেজরোল গ্রামে, তার নাম এসয়ম আলী বিশ্বাস (৫০)।
অটোভ্যানের যাত্রী আহত হলে তাকে হাইওয়ে পুলিশের সাহায্যে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পিকআপে থাকা অজ্ঞাত ব্যক্তি পালানোর সময় স্থানীয় জনতা’রা আটক করে পুলিশের হেফাজতে দেন।
যশোর-মাগুরা মহাসড়ক যেনো মৃত্যু কুফ হয়ে দাড়িয়েছে। মহাসড়ক অব্যবস্থাপনার কারণে নিরন্তন বিহীন ভাবে গাড়ি চালানোর ফলে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটছে, বাড়ছে মৃত্যু সংখ্যাও। তাই যশোর খাজুরা অঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত রোড সংস্কার ও সড়ক আইন কঠোরভাবে পালন করার জন্য প্রশাসনের কামনা করছি।




















