যশোর জেলা বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচনে জয়ী হলেন যারা

- আপডেট সময় : ১০:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
যশোর জেলা বিএনপির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ৭৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন মিজানুর রহমান খান, তিনি ৬৬৩ ভোট পেয়েছেন। এছাড়া সভাপতি পদে মারুফুল ইসলাম ৭৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এর আগে গত ১৯শে ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির নির্বাচন একক প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, দেলোয়ার হোসেন খোকন।
যশোর জেলা বিএনপির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে ১৩৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু ৮৪৫ ভোট পেয়েছেন। একই পদে আর এক নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল বারী রবু ৭২০ ভোট পেয়েছেন। এ পদে ৭১২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন কাজী আজম।
আজ ২২শে ফেব্রুয়ারি (শনিবার) দুপুর ২টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলে। এর পরে ভোট গননা শেষে রাত ৮.৩০ মিনিটে যশোর টাউন হল মাঠে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আমান উল্লাহ আমান। এসময় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম সহ কেন্দ্রীয় ও যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দ।