মুন্ডুমালা বাজারে অব্যবস্হাপনায় ও যানজটে জনজীবনে চরম দুর্ভোগ

- আপডেট সময় : ০৮:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

মো: এরশাদ আলী, স্টাফ রিপোর্টার:রাজশাহী জেলাধীন তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার প্রধান বাজার মুন্ডুমালা বাজারে দীর্ঘদিন ধরে অব্যবস্হাপনা ও প্রতিদিনের চলাচল কৃত বাস, ট্রাক, অটোরিকশা ইত্যাদি যানবাহনের যানজটে জনজীবনে চরম দুর্ভোগ পরিলক্ষিত হচ্ছে। আজ ২৯ শে সেপ্টেম্বর ২০২৫ সরেজমিনে “দৈনিক বাংলাদেশের চিত্র” প্রতিনিধির ক্যামেরায় এমন বিষয় টি উঠে আসে। আজ বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় যে পুরোনো ও ঐতিহ্য বাহী এই বাজার অব্যবস্হাপনা ও সুষ্ঠু তদারকির অভাবে পুরো বাজার জুড়ে বেহাল অবস্থা। যেন মনে হয় পৌরসভা কর্তৃক যথাযথ ভুমিকা পালন করা হয়নি। যানযটের একাধিক কারণ জানা যায়। তার মধ্যে অন্যতম কারণ হিসেবে জানা যায় তা হলো রাস্তায় সংকীর্ণতা। আরো অন্যতম কারণ হিসেবে জানা যায় যে মুন্ডুমালা কামিল মাদ্রাসার বিশাল মার্কেটের ব্যবসায়ী গণ এবং ব্যক্তি মালিকানাধীন মার্কেটের ব্যবসায়ী গণ নিজেদের স্বার্থে ইচ্ছামত নিজেদের দোকানের বড় বড় অনেক মালামাল রাস্তার দুই পাশের ফুটপাত জুড়ে ও রাস্তার দুই ধার ঘেঁষে রেখেছেন। এতে পুরো রাস্তা সাধারণ মানুষ দের পায়ে হেঁটে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। আরো জানা যায় যে লোকাল পিক আপ গাড়ি, অটোরিকশা, ভ্যান, ভুটভুটি, নসিমন, করিমন ইত্যাদি যানবাহনের অনিয়ম তান্ত্রিক ভাবে যেখানে সেখানে রাখা ও ইচ্ছামত চলাচল। বাজারে কোন ট্রফিক নাই বলে জানা যায়। আরো জানা যায় যে বাজারের রাস্তার দুই পাশের জায়গায় এবং জনসাধারণের চলাচলের প্রয়োজনীয় ফাঁকা জায়গায় অবৈধ ভাবে অর্থের বিনিময়ে ও প্রভাব খাটিয়ে বিধি বর্হিভূত ভাবে নিজেদের ইচ্ছা মত দোকান পাট গড়ে তুলেছেন অসাধু ব্যবসায়ী গণ ও কুচক্রী মহল। পুরো বাজারে এলোমেলো চিত্র দেখা যায়। বাজারের গরু ও ছাগল হাটে পঁচা দুর্গন্ধ ময়লা আবর্জনার পাহাড় জমে গেছে এবং বাজারে সেখানে যেখানে ময়লা জমে রয়েছে। এতে চরম কষ্টে ও ভোগান্তিতে পড়ছেন বাজারের সকল ব্যবসায়ী ও জনসাধারণ। পানি নামার ড্রেন নাই পরিস্কার,বাজারে নাই যথাযথ পাবলিক টয়লেট।
মুন্ডুমালা বাজারের এমন লুকিয়ে থাকা নানাবিধ অনিয়ম ও সমস্যার কথার সাথে এক মত পোষণ করেন বাজারের বনিক সমিতির (পশ্চিম জোন) সভাপতি- আলহাজ্ব মো: হাবিবুর রহমান, সহ সভাপতি- আলহাজ্ব মো: শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আজিজুর রহমান। ইজারাদার মো: ফিরোজ কবির। তিনারা সকলেই বাজারের অবৈধ দোকান উচ্ছেদ করন,পৃথক বাস স্ট্যান্ড স্হাপন সহ সকল অনিয়ম দূরীকরণ, রাস্তা প্রশস্ত করন, ট্রাফিকের ব্যবস্হা করণ, পাবলিক টয়লেট স্হাপন সহ বাজারের সকল সমস্যা নির্ণয় করে তার সুষ্ঠু সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক তদন্ত করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সুদৃষ্টি কামনা করেন।