মানিকছড়ি উপজেলা বিএনপির ছাত্র জনতার গন অভুত্থান উপলক্ষে বিশাল আনন্দ মিছিল

- আপডেট সময় : ০৮:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

এম.এ.জলিল,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি;
গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মানিকছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ আগস্ট) সকালে মানিকছড়ি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, ৫ ই আগস্ট শুধু একটি তারিখ নয় এটি বাংলাদেশের জন্য একটি ইতিহাস “গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”
এছাড়া বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মীর হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ।
মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে পুরো উপজেলা বিএনপির স্লোগানে মুখরিত হয়ে ওঠে