মাছে রং মিশিয়ে বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদণ্ড

- আপডেট সময় : ১১:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-
কাউখালীতে মাছে রং মিশিয়ে বিক্রি করার অপরাধে মাছ ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলার দক্ষিণ বাজারে সোমবার ২৯ এপ্রিল হাটের দিনে অসাধু মৎস্য ব্যবসায়ীরা বিভিন্ন প্রজাতির মাছে ক্ষতিকারক রং মিশিয়ে বিক্রি করার অপরাধে উপজেলার সদর ইউনিয়নের আয়রন গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাছ বিক্রিতা মেহেদী হাসানকে (২০) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।এ সময় উদ্ধারকৃত প্রায় দুই মন রং মিশ্রিত মাছ বিনষ্ট করে ফেলা হয়। এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন,আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোন অসাধু ব্যবসায়ী যদি অধিক মুনাফা লাভের আশায় ক্ষতিকারক রং মিশিয়ে মাছ বিক্রি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।