মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য,ঔষধ এবং অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক

- আপডেট সময় : ০৯:০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:-
১। অদ্য ১৩ মে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মেদিনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৩/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের ঈদগাহ মাঠের সামনে হতে নায়েক সুমন চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
২।৫৮ বিজিবি) এর অধীনস্থ উথলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৯/২-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রাঙ্গেরপোতা গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপর একটি অভিযানে রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ৪৬৮ পিচ ভারতীয় ঔষধ (Famocid (40 mg)-১৬৮ পিচ এবং Pentac (300 mg)-৩০০ পিচ) উদ্ধার করা হয়।
৩/ (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/১৮-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের মোঃ ইউসুফ মন্ডলের পুকুরের দক্ষিন পাড় হতে হাবিলদার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে আগমনের সময় ০১ জন (মোঃ রিজাউল করিম (৪৮), পিতাঃ মোঃ নুর ইসলাম, গ্রামঃ বেতবাড়ীয়া, ডাকঘরঃ হাট যাদবপুর, থানাঃ মহেশপুর, জেলাঃ ঝিনাইদহ) বাংলাদেশী নাগরিক (ধুর) আটক করা হয়।
৪/ (৫৮ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লাপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৪৫-আর হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ আব্দুর রশিদ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে আগমনের সময় ০৩ জন (পুরুষ-০২, ১। মোঃ সজীব শেখ (২৪), পিতাঃ মোঃ বদরুল শেখ, গ্রামঃ চাঁদপুর ডাকঘরঃ কালিয়া, থানঃ কালিয়া জেলাঃ নড়াইল ২। মোঃ আলামিন (২৬), পিতাঃ মোঃ আনোয়ার হোসেন, গ্রামঃ চন্দনী মহল উত্তর, ডাকঘরঃ চন্দনী মহল থানাঃ দিঘলিয়া, জেলঃ খুলনা এবং নারী-০১ জন) বাংলাদেশী নাগরিক (ধুর) আটক করা হয়।