মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:১৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

জিএমআবু জাফর স্টাফ রিপোর্টার:- ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস -উপলক্ষে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্ত ও আকাশে বেলুন-ফেস্টুন উড্ডয়ন করেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির,জেলা প্রশাসক,সাতক্ষীরা এবং জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী,পুলিশ সুপার, সাতক্ষীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা, জনাব এম.জি আযম,বিজ্ঞ বিচারক,নারী ও শিশু ট্রাইবুনাল(জেলা জজ),সাতক্ষীরা,ডাঃ শেখ সুফিয়ান রুস্তম,সিভিল সার্জন,সাতক্ষীরা এবং বীর মুক্তিযোদ্ধাগণ সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্যারেড অধিনায়ক পুলিশ পরিদর্শক (সশস্ত্র) জনাব এস এম জাকির হোসেন এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান, বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড এবং স্কাউট সালামি কুচকাওয়াজ প্রদর্শন করেন।
কুচকাওয়াজ শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ দেশাত্মবোধক শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।