মনিরামপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অসুস্থ – দেখতে গেলেন সভাপতি এডভোকেট ইকবাল হোসেন

- আপডেট সময় : ০৪:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

এমদাদুল হক ক্রাইম,রিপোর্টার মনিরামপুর:-
মনিরামপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান মিন্টু হঠাৎ অসুস্থ হয়ে বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার এই অসুস্থতার খবর শুনেই আজ ১৮ মে ২০২৫ খ্রিঃ (শনিবার) সকালে যশোর সদর হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপি’র সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক আলহাজ্ব এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
তিনি হাসপাতালে গিয়ে দলের প্রিয় সহকর্মীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার শারীরিক অবস্থার বিস্তারিত জানতে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এডভোকেট ইকবাল হোসেন বলেন, “আমাদের প্রিয় সহযোদ্ধা আসাদুজ্জামান মিন্টু একজন নিবেদিত প্রাণ সংগঠক। তার দ্রুত সুস্থতা কামনা করি এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে সবসময় তার পাশে আছি।”
তিনি আরও জানান, দলের যে কোনো নেতাকর্মীর দুঃসময়ে পাশে থাকাই হচ্ছে দলের ঐক্য এবং শক্তির প্রতীক।
উল্লেখ্য, আসাদুজ্জামান মিন্টু দীর্ঘদিন ধরে মনিরামপুর উপজেলা বিএনপি’র বিভিন্ন সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার সুস্থতা কামনায় ইতিমধ্যেই নেতাকর্মীদের মাঝে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।