সংবাদ শিরোনাম :  
                            
                            মধুখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত এক
																
								
							
                                
                              							  প্রতিনিধির নাম									
								
                                
                                - আপডেট সময় : ০৯:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে
 

স্টাফ রিপোর্টার:-
ফরিদপুরের মধুখালীতে বজ্রপাতে মুরাদ মল্লিক (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় কামরুল শেখ (৩৫) নামে আরেক কৃষককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৬ মে) দুপুর ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মুরাদ মল্লিক উপজেলার কামালদিয়া ইউনিয়নের মিরাপাড়া গ্রামের লকাই মল্লিকের ছেলে। আহত কামরুল শেখ দস্তরকাপাসাটিয়া গ্রামের কালাম শেখের ছেলে।
খবরের সত্যতা নিশ্চিত করে কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালিদ হাসান মামুন বলেন, দুপুর ৩ টার দিকে দুই কৃষক উপজেলার দস্তর কাপাসাটিয়া মাঠের মরিচের জমিতে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে মুরাদ মল্লিক মারা যান এবং আহত অবস্থায় কামরুল শেখকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
																			
										

























