ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হয়েছেন জি এম আব্দুর রহিম

- আপডেট সময় : ০৫:১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

জোবায়ের বিন আব্বাসঃ-ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক হয়েছে সাতক্ষীরা সদর রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সহ-সভাপতি জি এম আব্দুর রহিম, নির্বাচিত হওয়ায় ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের সাধারণ সদস্যগণ তাকে অভিনন্দন জানিয়েছে।
নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক তিনি বলেন আমি এই সংগঠনকে আপনাদের সহযোগিতা থাকলে এবং আমার প্রচেষ্টায় এই প্রেসক্লাবকে উন্নতি করব ইনশাল্লাহ।
আমাদের সাবেক সেক্রেটারি হাফেজ জি এম আব্বাস উদ্দিন তার অক্লান্ত পরিশ্রমে আমরা একটা ভালো পরিবেশ অফিস রুমে বসার সুযোগ পেয়েছি এবং তাহার মাধ্যমে ক্লাবের উপদেষ্টা ও ব্লিস ইন্টারন্যাশনালের এম,ডি আলহাজ্ব আবু হাসান প্রেসক্লাবে স্টিলের আলমারি একটি ও দুটি টেবিল তিনি উপহার দিয়েছিলেন।
তিনি সাধারণ সভায় উপস্থিত হয়ে তার বক্তব্যের ভিতরে বলেন প্রেসক্লাবে আবারো একটি এ.সি দিবেন বলে ঘোষণা দেন।