ভোমরা বন্দর নতুন কাস্টম বিল্ডিং আগামী ২১ জুন২০২৪ উদ্বোধন করবেন এন বি আর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম

- আপডেট সময় : ০৭:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন বিশেষ প্রতিনিধি (সাতক্ষীরা)-
আগামী ২১ শে জুন ২০২৪ রোজ শুক্রবার ভোমরা স্থল বন্দ নতুন কাস্টম বিল্ডিং উদ্বোধন করবেন এন বি আর এর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। ভোমরা কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইজাজ আহমেদ স্বপন বলেন কাস্টমস অফিস অতি দ্রুত চালু হওয়ার জন্য, আমদানি সকল পণ্য অনুমোদন পাওয়ার জন্য এ ব্যাপারে সি এন্ড এফ এসোসিয়েশনের উদ্যোগে ভোমরা স্থল বন্দরে বিভিন্ন সময় মিছিল, মিটিং, মানববন্ধন, আলোচনা সভা করা হয়েছে। সি এন্ড এফ এসোসিয়েশনের ও ভোমরা স্থল বন্দর সকল আমদানি রপ্তানি ব্যবসায়ীদের দাবি ভোমরা স্থল বন্দর দিয়ে সকল আমদানি পণ্য অনুমতি ঘোষণা দেওয়ার দাবি জানান। সভাপতি ইজাজ আহমেদ স্বপন বলেন সকল পণ্য অনুমতি পাওয়া গেলে আমাদের ভোমরা স্থল বন্দর সরকারের রাজস্ব হার বৃদ্ধি হবে বলে আশা করেন। এ ব্যাপারে তিনি বহুদিন ধরে বিভিন্ন অফিসে যোগাযোগ করতে হয়েছে। তিনি আশা করেন এন বি আর এর চেয়ারম্যান মহোদয় আমাদের এই ভোমরা স্থল বন্দর দিয়ে সকল পণ্য আমদানি করার অনুমতি ঘোষণা করবেন। এবং ভোমরা কাস্টম হাউস বাস্তবায়নের জন্য দ্রুত ব্যবস্থা নেবেন।