ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে মাষ্টার আবুল কাশেমের প্রতিবাদ

- আপডেট সময় : ০৯:২২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার:ফেনীর প্রত্যয় নামে অনলাইন পেইজের মাধ্যমে একটি অডিও রেকর্ড ভাইরালের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদান কারী সংস্থার ফেনী জেলার পরিচালক, আমার সুনাম নষ্ট করার জন্য আমার সংস্থা ফেনী জেলা সার্ভেয়ার এসোসিয়েশন।
এর কোষাধক্ষ আমির হোসেন মিথ্যা পরোচনার আশ্রয় নিয়েছে। প্রকাশকৃত অডিও ব্যাপারে ব্যাপারে আমি কিছু জানি না। সার্ভেয়ার এসোসিয়েশনের ব্যাপারে কিছু কথা হয়েছে। আমি আমির হোসেনকে বললাম আজ দুই বছর হয়ে গেল সার্ভেয়ার এসোসিয়েশনের ৫ লক্ষ টাকা কোথায় গেল।
এখন পর্যন্ত কেন আইডি কার্ড ও নিবন্ধন করা হলো না। এবং কি সভাপতি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সার্ভেয়ার, ও সার্ভেয়ার আজম ভালো করে জানেন আমির হোসেন কোষাধ্যক্ষের আত্মসাৎ কৃত টাকার ব্যাপারে।
ওকে এসব কথা বললে ও আমার উপর ক্ষেপে যায়। আমাকে দেখাবে বলে ও মারধরের হুমকি দেয়। আমির আমাকে গুম করে ফেলবো বলেছে।
উহার থেকে রেহাই পাওয়ার জন্য হেতুক একটি অডিও নিউজ AI দিয়ে তৈরী করে ফেনীর প্রত্যয় দেন।
ফেনীর প্রত্যয় মূলত তদন্ত করে সত্যতা প্রকাশ করে নাই। মূলত ওরা আমার কথা বিকৃতি করে প্রকাশ করেছে।ফেনীর প্রত্যয় বিকৃতি করে আমার অডিও বার্তা প্রকাশ করার জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমি উভয়ের বিরুদ্ধে আইনের আশ্রয় নিব।
উক্ত ফেনী জেলার সার্ভেয়ার এসোসিয়েশন এর আমি একজন প্রধান উপদেষ্টা বা চিপ এডভাইজার। । আমার সার্ভেয়ার এসোসিয়েশন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদান কারী সংস্থার ক্ষতি সাধন করার জন্য AI এর মাধ্যমে অডিও রের্কড করে ফেনীর প্রত্যয় প্রকাশ করেন।
ফেনী জেলা সার্ভেয়ার এসোসিয়েশন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদান কারী সংস্থা ফেনীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অনলাইন ফেনী প্রত্যয় পত্রিকায় অডিও নিউজটি প্রকাশ করার জন্য সার্ভেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফেনী।
সকল সদস্য বৃন্দ ও ফেনী সদর কো- অডিনেটর ইনভেস্টিগেশন পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ফেনী জেলা সার্ভেয়ার এসোসিয়েশন, ফেনী
ফেনী জেলা সার্ভেয়ার এসোসিয়েশন সদস্য বৃন্দ।