ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়া কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাজাপুরে ধানের শীষের পক্ষে গোলাম আজম সৈকতের গণসংযোগ শার্শায় সাংবাদিক মনি’র মুক্তির দাবিতে মানববন্ধন কাউখালি বেকুটিয়ায় বিশ্ব নদী দিবস ২০২৫ইং পালিত শাল্লায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম’র উপজেলা শাখায় কমিটি গঠন করা হয় বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে গ্রীন ভয়েসের মানববন্ধন কুলিয়া চরবালিথা মুনষ্টার তরুণ সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা উজিরপুরে বিএনপি নেতা বহিষ্কার: ধর্মীয় সম্প্রীতি ভাঙা ও কুকীর্তির গল্প শ্যামনগরে বিশ্ব নদী দিবসে মানববন্ধন অনুষ্ঠিত পবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ-সুবিধা চালু

ভবদহের জলাবদ্ধতায় অভয়নগরে আমন ধান চাষে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ১১১ বার পড়া হয়েছে

লাবু হোসেন, স্টাফ রিপোটার, যশোর ॥ ভবদহ এলাকার জলাবদ্ধতার কারণে এবার অভয়নগরে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা রয়েছেন দুশ্চিন্তায়।
অভয়নগর উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভার (নওয়াপাড়া) রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল হাইব্রিড ১৭৯০ হেক্টর, উফশী ৫৮২৫ হেক্টর এবং স্থানীয় ২৫ হেক্টর মিলে মোট ৭,৫৫০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে অর্থাৎ ৭৬৪০ হেক্টর জমিতে চাষ হলেও জলাবদ্ধতার কারণে আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৮২৬ হেক্টর জমির। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে আমন ধানের উৎপাদন কম হবে প্রায় ৯ হাজার ৩৮ মেট্রিক টন। এবার আমন উৎপাদন হয়েছে মাত্র ৫,৮১৪ হেক্টর জমিতে। উল্লেখ্য, গতবছর আমন উৎপাদন হয়েছিল ৭,৫৫০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এবছর ১ হাজার ৭৩৬ হেক্টর কম জমিতে রোপা আমন উৎপাদন হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দলী ইউনিয়নের পুরো ৮৩৫ হেক্টর জমির আমন উৎপাদন।
উপজেলার কৃষি অফিস সূত্রে আরও জানা যায়, চলতি মৌসুমে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভায় আমন আবাদ হয়েছিল ৮৫০ হেক্টর জমিতে। কিন্তু ভবদহ জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১০ হেক্টর জমির ধান। উপজেলার প্রেমবাগ ইউনিয়নে রোপা আমন ধানের চাষ হয়েছিল ১ হাজার ১৫৪ হেক্টর জমিতে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৩৩ হেক্টর জমির ধান। সুন্দলী ইউনিয়নে চাষ হয়েছিল ৮৩৫ হেক্টর জমিতে, ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো ৮৩৫ হেক্টর জমিরই ধান। চলিশিয়া ইউনিয়নে চাষ হয়েছে ১ হাজার ১১ হেক্টর জমিতে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ হেক্টর জমির ধান। পায়রা ইউনিয়নে চাষ হয়েছে ৬০৫ হেক্টর জমিতে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৮ হেক্টর জমির ধান। সবচেয়ে বেশি আমন আবাদ হয়েছে শ্রীধরপুর ইউনিয়নে, চাষ হয়েছে ১ হাজার ৩৯২ হেক্টর জমিতে। বাঘুটিয়া ইউনিয়নে চাষ হয়েছে ১ হাজার ৩০৫ হেক্টর জমিতে, শুভরাড়া ইউনিয়নে চাষ হয়েছে ৪৬০ হেক্টর জমিতে। সিদ্দিপাশা ইউনিয়নে চাষ হয়েছে মাত্র ১৪০ হেক্টর জমিতে।
সুন্দলী আড়পাড় গ্রামোর কৃষক কিংকর বিশ^াস (৪০) শুড়িরডাঙ্গা বিলে বর্গা জমিতে রোপা আমন লাগিয়েছিলেন ১ একর (২.৫ বিঘা) জমিতে। জলাবদ্ধতার কারণে পুরো ধানই নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, পরের জমি বর্গা নিয়ে স্বর্ণা জাতের আমন ধান চাষ করেছিলাম। একে তো বাড়ির উঠানে পানি, তারপর পুরো ধানই নষ্ট হয়ে গেল। ৫ সদস্যের পরিবার নিয়ে কীভাবে চলব, তাই নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছি। সরকার যদি একটু ক্ষতিপূরণের ব্যবস্থা করে তাহলে বেঁচে যায়।
উৎপাদন কম হওয়ার প্রেক্ষিতে সৃষ্ট প্রভাব কাটিয়ে উঠতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মোছা. লাভলী খাতুন জানান, ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার জন্য আমনের এই উৎপাদন কম হয়েছে। ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তবে যে সব জলাবদ্ধ এলাকা থেকে আগামী ২০-২৫ দিনের মধ্যে পানি নেমে যাবে সেখানে স্বল্পমেয়াদি ও উচ্চফলনশীল বিনা-১৪ ধান আবাদের পরিকল্পনা ও পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমান সময়ের সবজি উৎপাদন বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় সবজি চাষ বাড়ানোর জন্য ৪৭৫ জনকে উফশী সবজি বীজ ও জনপ্রতি ১ হাজার টাকা দেওয়া হচ্ছে। ৮৫০ জনকে হাইব্রিড সবজি প্রণোদনা দেওয়া হবে। এছাড়া বোরো মওসুমে যাতে বেশি ধান উৎপাদন করা যায় সেদিকে প্রাধান্য দিয়ে কাজ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

ভবদহের জলাবদ্ধতায় অভয়নগরে আমন ধান চাষে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি

আপডেট সময় : ১২:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

লাবু হোসেন, স্টাফ রিপোটার, যশোর ॥ ভবদহ এলাকার জলাবদ্ধতার কারণে এবার অভয়নগরে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা রয়েছেন দুশ্চিন্তায়।
অভয়নগর উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভার (নওয়াপাড়া) রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল হাইব্রিড ১৭৯০ হেক্টর, উফশী ৫৮২৫ হেক্টর এবং স্থানীয় ২৫ হেক্টর মিলে মোট ৭,৫৫০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে অর্থাৎ ৭৬৪০ হেক্টর জমিতে চাষ হলেও জলাবদ্ধতার কারণে আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৮২৬ হেক্টর জমির। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে আমন ধানের উৎপাদন কম হবে প্রায় ৯ হাজার ৩৮ মেট্রিক টন। এবার আমন উৎপাদন হয়েছে মাত্র ৫,৮১৪ হেক্টর জমিতে। উল্লেখ্য, গতবছর আমন উৎপাদন হয়েছিল ৭,৫৫০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এবছর ১ হাজার ৭৩৬ হেক্টর কম জমিতে রোপা আমন উৎপাদন হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দলী ইউনিয়নের পুরো ৮৩৫ হেক্টর জমির আমন উৎপাদন।
উপজেলার কৃষি অফিস সূত্রে আরও জানা যায়, চলতি মৌসুমে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভায় আমন আবাদ হয়েছিল ৮৫০ হেক্টর জমিতে। কিন্তু ভবদহ জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১০ হেক্টর জমির ধান। উপজেলার প্রেমবাগ ইউনিয়নে রোপা আমন ধানের চাষ হয়েছিল ১ হাজার ১৫৪ হেক্টর জমিতে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৩৩ হেক্টর জমির ধান। সুন্দলী ইউনিয়নে চাষ হয়েছিল ৮৩৫ হেক্টর জমিতে, ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো ৮৩৫ হেক্টর জমিরই ধান। চলিশিয়া ইউনিয়নে চাষ হয়েছে ১ হাজার ১১ হেক্টর জমিতে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ হেক্টর জমির ধান। পায়রা ইউনিয়নে চাষ হয়েছে ৬০৫ হেক্টর জমিতে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৮ হেক্টর জমির ধান। সবচেয়ে বেশি আমন আবাদ হয়েছে শ্রীধরপুর ইউনিয়নে, চাষ হয়েছে ১ হাজার ৩৯২ হেক্টর জমিতে। বাঘুটিয়া ইউনিয়নে চাষ হয়েছে ১ হাজার ৩০৫ হেক্টর জমিতে, শুভরাড়া ইউনিয়নে চাষ হয়েছে ৪৬০ হেক্টর জমিতে। সিদ্দিপাশা ইউনিয়নে চাষ হয়েছে মাত্র ১৪০ হেক্টর জমিতে।
সুন্দলী আড়পাড় গ্রামোর কৃষক কিংকর বিশ^াস (৪০) শুড়িরডাঙ্গা বিলে বর্গা জমিতে রোপা আমন লাগিয়েছিলেন ১ একর (২.৫ বিঘা) জমিতে। জলাবদ্ধতার কারণে পুরো ধানই নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, পরের জমি বর্গা নিয়ে স্বর্ণা জাতের আমন ধান চাষ করেছিলাম। একে তো বাড়ির উঠানে পানি, তারপর পুরো ধানই নষ্ট হয়ে গেল। ৫ সদস্যের পরিবার নিয়ে কীভাবে চলব, তাই নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছি। সরকার যদি একটু ক্ষতিপূরণের ব্যবস্থা করে তাহলে বেঁচে যায়।
উৎপাদন কম হওয়ার প্রেক্ষিতে সৃষ্ট প্রভাব কাটিয়ে উঠতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মোছা. লাভলী খাতুন জানান, ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার জন্য আমনের এই উৎপাদন কম হয়েছে। ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তবে যে সব জলাবদ্ধ এলাকা থেকে আগামী ২০-২৫ দিনের মধ্যে পানি নেমে যাবে সেখানে স্বল্পমেয়াদি ও উচ্চফলনশীল বিনা-১৪ ধান আবাদের পরিকল্পনা ও পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমান সময়ের সবজি উৎপাদন বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় সবজি চাষ বাড়ানোর জন্য ৪৭৫ জনকে উফশী সবজি বীজ ও জনপ্রতি ১ হাজার টাকা দেওয়া হচ্ছে। ৮৫০ জনকে হাইব্রিড সবজি প্রণোদনা দেওয়া হবে। এছাড়া বোরো মওসুমে যাতে বেশি ধান উৎপাদন করা যায় সেদিকে প্রাধান্য দিয়ে কাজ করবো।