সংবাদ শিরোনাম :
বৈশাখের সাজে সেজেছে কিশোরগঞ্জের হাওর

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
সূর্যকিরণে সমুদ্ভাসিত বৈশাখী দুপুর। আদিগন্ত সোনালী ফসলের ঝলমলে মাঠজুড়ে পাকা ধানের সৌরভ। মৃদু হাওয়ার তালে তালে দোল খাচ্ছে নুয়েপড়া ধানের শীষ। কৃষকদের চোখেমুখে ফুটে ওঠছে প্রাণোচ্ছল হাসির ঝিলিক। গ্রামীণ পরিবেশে বয়ে যাচ্ছে বৈশাখের উল্লসিত আমেজ।
প্রখর রোদের তীব্র গরমে অবিরাম ধান কেটে চলেছেন কৃষকেরা। আসন্ন উপজেলা নির্বাচন সামনে রেখে কৃষকদের তরি গরী করে সোনালী ফসল ঘরে তুলতে হাসিখুশির আলাপন আমাদেরকে যারপরনাই বিমোহিত করেছে।
রাব্বুল আলামীন যেন চলমান বৈশাখী সুন্দর মতো সম্পন্ন করার তাওফিক দান করেন, আমীন।