বেগম জিয়ার পুত্র ও ভাগ্নের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং বেগম জিয়ার ভাগ্নে নীলফামারী বিএনপি’র সাবেক সভাপতি, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিকদল।
রবিবার রাতে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা শ্রমিকদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে মিলিত হয়।
এসময় নীলফামারী জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রেদওয়ানুল হক বাবু, মোরশেদ আযম, আল নোমান পারভেজ কল্লোল, লুৎফুল করিম চৌধুরী শুভ, শিহাবুজ্জামান চৌধুরী, মোখলেছুর রহমান কাজলসহ আরো অনেকে।
বক্তরা বলেন, লেজুরবৃত্তি করা দলটির নেতা-কমীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নীলফামারী বিএনপি’র সাবেক সভাপতি এবং এক আসনের সাবেক সংসদ সদস্য ও এ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নিয়ে বিভিন্ন সময় মিথ্যা বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন।
অবিলম্বে এমন বক্তব্য প্রত্যাহারের দাবী জানান বক্তারা।



















