বিশ্ববন্দিত মাতৃসাধক অন্নদা ঠাকুরের ১৩৫ আবির্ভাব উৎসব উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৫:৪৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম)
রাউজান উত্তর গুজরার গর্বের সন্তান কলকাতাস্থ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠাতা সংঘ গুরু বিশ্ববন্ধনীয় মাতৃসাধক শ্রীমৎ অন্নদা ঠাকুরের ১৩৫তম শুভ আবির্ভাব উপলক্ষে রাউজান উত্তর গুজরা আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণে আগামী ১২ ও ১৩ ডিসেম্বর রোজ শুক্রবার ও শনিবার ষোড়শ প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন ও দুপুর-রাতে অন্ন প্রসাদের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে রাউজানের অভিভাবক সাবেক এমপি জনাব আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মহোদয়ের সাথে আদ্যাপীঠ উৎসব উদযাপন পরিষদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্তিত ছিলেন আদ্যাপীঠ ট্রাস্টি কাঞ্চন তালুকদার, ট্রাস্টি বরুণ মজুমদার, উৎসব উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সজল কান্তি কর, অনিল বিশ্বাস, মাস্টার সুপক বিশ্বাস, শিবু খাস্তগীর, সজল বিশ্বাস,মাস্টার বিজয় বিশ্বাস,তাপস সেন, অসীম বিশ্বাস,সত্যজিৎ চৌধুরী,অন্তু বিশ্বাস,প্রিন্স চৌধুরী শুভ,জনি চক্রবর্তী, বিষ্ণু মহুরী, প্রমুখ আদ্যাপীঠ উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে জনাব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মহোদয়কে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়। তিনি ১২ ই ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। উক্ত অনুষ্ঠানে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হয়।



















