বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে কলেজ ছাত্রীর অনশন

- আপডেট সময় : ০৪:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা থেকে মোঃ মহাসিন:-
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়ানের সাতানি গ্রামে প্রেমিক ফয়সালের বাড়িতে গত মঙ্গলবার রাত আটটা থেকে আজ বুধবার সকাল পর্যন্ত অবস্থান করছে কলেজ ছাত্রী।
প্রেমিকা বাড়িতে আসার পরপরই বাড়ি থেকে পালিয়েছে প্রেমিক। অভিযুক্ত প্রেমিক ফয়সাল হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি টাইটেল মাদ্রাসার ছাত্র। সে সাতক্ষীরা সদর উপজেলার সাতানি গ্রামের শাহাজান সরদারের ছেলে। মেয়েটি জানান, তাদের মধ্যে দশ বছর ধরে সম্পর্ক চলে আসছে। প্রেমিক ফয়সাল তাকে বিয়ের কথা বলে আসছে। ফয়সাল নানা কথা বলে আমাকে ঘুরাতে থাকে। সে জানতে পারে গোপনে ফয়সালকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে তার পিতা। উপায় না পেয়ে আমি মঙ্গলবার রাতে ফয়সালের বাড়িতে আসি। বাড়িতে উঠার সাথে সাথে তার মা-বাবা তাকে বাড়ি থেকে বাহির করে দেওয়ার জন্য ভয়ভীতি দেখাতে থাকে।
সাতক্ষীরা সদরের কুশখাশি ইউনিয়ানের ইউপি সদস্য মাকা সরদার জানান, ঘটনা জানার পর ছেলের বাড়িতে আসি। ঘরের বারান্দায় বসে আছে মেয়েটি বিয়ের দাবিতে। মেয়েটি তাকে জানান, তার প্রেমিক ফয়সাল তাকে বিয়ে করবে। তা না হলে আত্মহত্যা করবো। আমার সব শেষ হয়ে গেছে। পরে মেয়ের পরিবারের সাথে কথা বলে বিয়ের সিদ্ধান্ত নিলে আজ বুধবার
সকালে মেয়েটি তার বাড়িতে ফিরেযায়। সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর ( তদন্ত ) নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন মেয়েটির পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে ছেলের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।