সংবাদ শিরোনাম :
বিধ্বস্ত ফ্লাইটের পাইলট তৌকির ইসলামের দাফন রাজশাহীতে

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন,তানোর উপজেলা প্রতিনিধি:
ঢাকার উত্তরায় মর্মান্তিক বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত লেফটেন্যান্ট পাইলট তৌকির ইসলামকে আজ রাজশাহীতে সমাহিত করা হচ্ছে। রাজশাহী শহরের উপশহর ঈদগাহ মাঠে আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে রাজশাহী সরকারি কবরস্থানে দাফন করা হবে।
তৌকির ইসলাম ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর একজন মেধাবী ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও রাজশাহীবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, গতকাল ঢাকা উত্তরায় একটি প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে দুর্ঘটনার শিকার হয়ে তিনি নিহত হন।