বাবুগঞ্জে ৩টি সেতু নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি টিপু

- আপডেট সময় : ০১:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়কে ও খালের ওপর ৩টি সেতু নির্মাণ কাজের উদ্বোধণ করা হয়েছে।
রবিবার (২৪ মার্চ) সকালে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য, বরিশাল ৩ ( বাবুগঞ্জ – মুলাদী) আসনের সাংসদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু ব্রীজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের স্থাপনের উদ্বোধন করেন।
সেতু ৩টি হলো- উপজেলার রহমতপুরের ৩ নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের বাড়ীর পাশের খালের উপর, চাঁদপাশার বীর মুক্তিযোদ্বা আঃ ওহাব খানের বাড়ির পাশের খালের উপর, চাঁদপাশার ময়দানের হাট বাজার সংলগ্ন চৌকিদার বাড়ির সামনে খালের উপর।
এতে তার সাথে ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নাসির উদ্দিন, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ি, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ শাহে আলম, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাবুল আকন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি জহিরুল হাসান অরুণ, উপজেলার জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন রাজ, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান প্রার্থী ছাত্রনেতা হাদীসুর রহমান খান, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, উপজেলা যুব সংহতি নেতা মাইনুল ইসলাম প্রমুখ।