ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বাবা হত্যার কারণ জানালেন মেয়ে ডরিন

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া

মুমতারিন ফেরদৌস ডরিন, নিহত এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে, জানিয়েছেন যে তার বাবার হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোন্দল ছিল।গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।মানববন্ধনে ডরিন আরও বলেন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।তবে তিনি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ তদন্তের দাবি জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যার পেছনে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল তো অবশ্যই আছে। ইতোমধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দুজন নেতা গ্রেফতার হয়েছেন। যথেষ্ট প্রমাণের ভিত্তিতেই হয়েছেন। শিমুল ভূঁইয়া তার জবানবন্দিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গ্যাস বাবুর কথা বলেছেন। আবার গ্যাস বাবুও তার জবানবন্দিতে মিন্টুর কথা বলেছেন। অবশ্যই তাদের সংশ্লিষ্টতা আছে বলে আদালতে বলেছেন।

ডরিন বলেন, অভ্যন্তরীণ কোন্দল না থাকলে কেন তারা এমন নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে। তারা তো সবকিছুই জানত। তারা আমাকে সান্ত্বনা দিতে এসেছিল। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর মেয়র আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল প্রমুখ।

বক্তারা বলেন, এমপি আনার হত্যাকাণ্ডে স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা জড়িত। ইতোমধ্যে কিছু নেতা গ্রেফতার হলেও এখনো হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং অর্থ জোগানদাতারা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

বাবা হত্যার কারণ জানালেন মেয়ে ডরিন

আপডেট সময় : ০৩:৪৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া

মুমতারিন ফেরদৌস ডরিন, নিহত এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে, জানিয়েছেন যে তার বাবার হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোন্দল ছিল।গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।মানববন্ধনে ডরিন আরও বলেন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।তবে তিনি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ তদন্তের দাবি জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যার পেছনে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল তো অবশ্যই আছে। ইতোমধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দুজন নেতা গ্রেফতার হয়েছেন। যথেষ্ট প্রমাণের ভিত্তিতেই হয়েছেন। শিমুল ভূঁইয়া তার জবানবন্দিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গ্যাস বাবুর কথা বলেছেন। আবার গ্যাস বাবুও তার জবানবন্দিতে মিন্টুর কথা বলেছেন। অবশ্যই তাদের সংশ্লিষ্টতা আছে বলে আদালতে বলেছেন।

ডরিন বলেন, অভ্যন্তরীণ কোন্দল না থাকলে কেন তারা এমন নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে। তারা তো সবকিছুই জানত। তারা আমাকে সান্ত্বনা দিতে এসেছিল। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর মেয়র আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল প্রমুখ।

বক্তারা বলেন, এমপি আনার হত্যাকাণ্ডে স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা জড়িত। ইতোমধ্যে কিছু নেতা গ্রেফতার হলেও এখনো হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং অর্থ জোগানদাতারা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।