সংবাদ শিরোনাম :
বাড়ছে তিস্তার পানি, খুলে দিয়েছে সব জলকপাট

নিজেস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:১২:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:
ভারী বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কারণে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ দেশের বৃহত্তম সেচ প্রকল্পের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে।
৩০ জুন সকাল ৮টায় তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৪ সেন্টিমিটার। যা বিপৎসীমার দশমিক ৬৪ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষ বন্যা ও নদীভাঙন আতঙ্কে পড়েছেন।ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজিক বিভাগের পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যা থেকে পানি বাড়তে থাকে, এক মিটারের মতো পানি বৃদ্ধি হতে পায়। শুক্রবার সকাল থেকে পানি প্রবাহ কিছুটা কমতে শুরু করবে।