বাকৃবির আবাসিক হল থেকে লুট হওয়া সাইকেল ও মোটরবাইক উদ্ধার

- আপডেট সময় : ০৬:১৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি:-
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হলগুলোতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় বহিরাগতরা। এসময় বিপুল সংখ্যক সাইকেল ও মোটরবাইক লুট হয়। তন্মধ্যে প্রায় ২৭ টি সাইকেল ও ৯ টি মোটরবাইক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাকৃবির অধ্যাপক ড. সহিদুজ্জামান ও অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক। এরপর দুই অধ্যাপকের উপস্থিতিতে লুট হওয়া সাইকেল ও মোটরসাইকেল গুলো শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শহীদ নাজমুল আহসান হল থেকে লুট হওয়া ২৭ টি সাইকেল এবং ৯টি বাইক কেওয়াটখালীর স্থানীয় মোজাম্মেল হক নজরুল এবং ফারুক আহমেদের সহযোগিতায় কয়েক দফায় উদ্ধার করা হয়। এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. মনিরুজ্জামান মনির এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং লুট হওয়া বাকি সাইকেল ও বাইকগুলো ফেরত পেতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
এসময় বাকৃবির অধ্যাপক ড. সহিদুজ্জামান বলেন, এলাকাবাসীর প্রচেষ্টায় আজ আমাদের শিক্ষার্থীরা তাদের মূল্যবান সাইকেল ও বাইকগুলো ফেরত পেয়েছে। মোজাম্মেল হক নজরুল এবং ফারুক আহমেদ সহ সকল এলাকাবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করবো, আপনাদের সহযোগিতায় এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাকি সাইকেল ও মোটরবাইক গুলো উদ্ধার করতে পারব।
এসময় শিক্ষার্থীরা জানান, এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হারানো সম্পদগুলো ফিরে পেয়ে আমরা ভীষণ খুশি। বাকি সাইকেল ও বাইক গুলোও আশা করি খুব দ্রুত আমরা পেয়ে যাবো।