বাকৃবি প্রেসক্লাবের সভাপতি ড. সহিদুজ্জামান ও সম্পাদক আবিদ

- আপডেট সময় : ১২:১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আছেন সবুজবাংলাদেশ২৪ডটকমের সম্পাদক ড. মো সহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক দৈনিক জনকন্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রায়হান আবিদ।
বৃহস্পতিবার (১৩জুন) বাকৃবি প্রেসক্লাব নামক নতুন সংগঠনটির ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. জাহিদ হাসান (দ্য ডেইলি সান), যুগ্ম সাধারণ সম্পাদক মো আশিকুজ্জামান (ইউএনবি), সাংগঠনিক সম্পাদক মো মিরাজ উদ্দিন ( দৈনিক স্বাধীন ভোর), কোষাধ্যক্ষ মো আসিফ ইকবাল (জাগো নিউজ), দপ্তর সম্পাদক আল আলিফ (দ্য ডেইলি পোস্ট), সদস্য মৌরি তানিয়া (সবুজবাংলাদেশ২৪ডটকম) এবং সদস্য কাজী ফারাহ তাসফিয়া
সভাপতি ড. সহিদুজ্জামান বলেন, আমরা দীর্ঘদিন ধরে বাকৃবির শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের বিভিন্ন খবরাখবর দেশী ও আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ করে আসছি। বিশেষ করে কৃষি বিজ্ঞানের বিভিন্ন গবেষণালব্ধ ফলাফল সাধারণ মানুষের পঠন উপযোগি করে প্রকাশ করা হচ্ছে। সংগঠনের সদস্যরা বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মিডিয়ায় কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাফল্য ও অর্জন দেশ ও বহির্বিশ্বে প্রচারে আমরা নিরলস শ্রম দিয়ে যাবো।