বাংলাদেশে সৎ সাংবাদিকতার পরিনতি তবে আত্মহত্যা

- আপডেট সময় : ০১:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার:জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার (৭১) লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ২১ আগস্ট তারিখে বাসা থেকে বের হন তিনি। প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন, কিন্তু এরপর আর বাসায় ফেরেননি এবং অফিসেও পৌঁছাননি। তার পরিবার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে ।
“সব মিলিয়ে পত্রিকায় আমার অবস্থা তাই খুবই নাজুক। সজ্জন ভারপ্রাপ্ত সম্পাদক চাপ সইতে না পেরে আমার সঙ্গে কথা বলাই বন্ধ করেছেন।
আমি এখন কি করি? কোন পথে হাঁটি?
আমি লিখি, কারণ আমি জানতাম সাংবাদিকতা মানে সাহস। সত্য প্রকাশ মানে জীবনের ঝুঁকি নেয়ার নাম। দীর্ঘ পাঁচ দশকের অভিজ্ঞতা বলছে, সত্য লিখতে হলে কখনো কখনো ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য হারাতে হয়। আমি তেমন স্বাচ্ছন্দ্য চাইনি কখনো। তবে সারাজীবন হাত পেতে চলতে হবে এটাও চাইনি।”
প্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন সরকারের শেষ লেখার অংশবিশেষ। এ অপমৃত্যুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কেন জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন হত্যা হলো তাহা আইন শৃঙ্খলা বাহিনী কে খতিয়ে দেখার আহবান জানাই Center for the enforcement of Human Rights and Legsl Aid ফেনী শাখা থেকে সকল মানবাধিকার সংগঠন এর পক্ষে দাবী জানাই।Mohammad Hanif
sadar Upazila human rights branch feni
Deg:Co Ordinator, feni