বাংলাদেশ মানবাধিকার ফোরামের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

- আপডেট সময় : ০৮:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,(চট্টগ্রাম):আজ ২৯ এপ্রিল বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা সাংবাদিক রতন বড়ুয়ার পরিচালনায় ও লোকমান মিয়ার সভাপতিত্ব আন্দরকিল্লা কার্যালয়ে মঙ্গলবার বিকাল ৫ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ও জাতীয় দৈনিক প্রথম সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোপ্রধান আকতার উদ্দিন রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের চট্টগ্রাম বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ বাহার, যুগ্ম সম্পাদক সাংবাদিক সাহেদুর রহমান মোরশেদ, বিজন কুমার সিংহ, শিরিন আকতার, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক মিলন বৈদ শুভ, জসিম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিল কেবল একটি তারিখ নয়, এটি বাংলাদেশের ইতিহাসে গভীর শোক, বেদনা ও শিক্ষা বহনকারী এক ভয়াল স্মৃতি। সে রাতে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রায় দেড় লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে, যা উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য এখনো এক দুঃসহ অভিজ্ঞতা।
বক্তারা আরও বলেন, “এই দিনে আমরা শুধু শোক পালন করি না, বরং দুর্যোগ ব্যবস্থাপনায় করণীয় নিয়েও ভাবি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আমাদের আরও সচেতন হতে হবে।”
আলোচনা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।