বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাহাজে চাঁদাবাজিকালে নৌ-পুলিশের হাতে আটক হয়েছে ৩ জন

- আপডেট সময় : ১০:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ নাসির উদ্দিন ক্রাইম রিপোর্টার বরিশাল:-
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাহাজে চাঁদাবাজিকালে নৌ-পুলিশের হাতে আটক হয়েছে ৩ জন। রবিবার দুপুর আনুমানিক ২ টার সময় উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জসংলগ্ন মেঘনা নদীতে জাহাজ
প্রতি ২ হাজার টাকা করে চাঁদা উত্তোলন করে। এ সংবাদ পেয়ে হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান চৌকস টিম নিয়ে নদীতে যায়।তখন জাহাজে চাঁদাবাজি কালে হাতেনাতে ৩ জনকে আটক করে।
আটককৃত হলেন মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের আবু তাহের খানের ছেলে হানিফ (২৬) খালেক মাঝির ছেলে আকবর মাঝি (৩৯), মুনসুর মাঝির ছেলে খোকন মাঝি (৫২)।
জানা গেছে, মেঘনা নদীতে প্রতিদিন একটি সিন্ডিকেট চক্র জাহাজে চাঁদাবাজি করে আসছে। তাদের চাঁদা না দিলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে মালামাল নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ ওয়াহিদুজ্জামান বলেন, জাহাজে চাঁদাবাজিকালে ৩ জন কে আটক করি। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে। ‘