বরিশালের গৌরনদী উপজেলায় মহানবীকে নিয়ে কটূক্তিকারি মিলন খান কে গ্রেপ্তার করা হয়েছে

- আপডেট সময় : ১১:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

মো:আশরাফ বরিশাল ক্রাইম রিপোর্টার :বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের মোঃ লাল খানের ছেলে মো. মিলন খান (৫২)। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী ও সাব কন্টাক্টার। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটূক্তি করায় সোমবার বিকেলে স্থানীয় তৌহিদী জনতার তোপের মুখে পড়েন জনতার তোপের মুখে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গত শনিবার ওই এলাকার কালিবাড়ি বাজারের একটি চায়ের দোকানে বসে অভিযুক্ত মিলন খান মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে নানা রকম কটূক্তি করেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় তৌহিদী জনতা ক্ষোভে ফেঁটে পড়েন।জনতার ক্ষোভের মুখে পুলিশ সোমবার বিকেলে তাকে আটক করে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নিয়ে যায়। খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা সেখানে জড়ো হয়ে নবীজিকে অবমাননাকারী মিলন খানের বিচার ও কঠোর শাস্তির দাবিতে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। সন্ধ্যার পরে সেখান থেকে অভিযুক্তকে গৌরনদী মডেল থানায় নিয়ে গেলে তৌহিদী জনতা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে।থানা পুলিশের হাতে আটক অবস্থায় তখন নবীজিকে নিয়ে কটূক্তিকারী মিলন খান হ্যান্ড মাইকে তৌহিদী জনতার কাছে ক্ষমা চান এবং তওবা পড়ে নিজেকে নবিজির উম্মত বলে ঘোষণা দেন। তখন বিক্ষোভকারীরা শান্ত হয় এবং তাকে ক্ষমা করে দিয়ে ঘরে ফিরে যায়।গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, বিক্ষোভকারী তৌহিদী জনতা মধ্যে কেউ অভিযুক্ত মিলন খানের বিরুদ্ধে থানায় মামলা করতে রাজি হয়নি। ফলে পুলিশ আইনের একটি ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।