সংবাদ শিরোনাম :
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৪৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ৮০ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিভাবকের ওপর অভিমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে আসিফ (১৭) নামের এক যুবক। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আসিফ গাংনী উপজেলার মাইলমারী সর্দার পাড়ার আফিরুল ইসলামের ছেলে। জানা গেছে, গতকাল রোববার রাত ৯ টার দিকে নিজ ফেসবুকে সুইসাইড ডান স্ট্যাটাস দিয়ে বাড়ির ছাদে গিয়ে আসিফ মরিচের কীটনাশক রঙ্গন পান করে। এসময় বাড়ির সদস্যরা কীটনাশক পানের বিষয়টি বুঝতে পারে এবং বন্ধুরা ফেসবুকের স্ট্যাটাস দেখে ছুটে আসে আসিফের বাড়িতে। অবস্থা বুঝে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে ফেসবুকে সুইসাইড ডান স্ট্যাটাস দিয়ে বিষপানের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।