ফেনীতে সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে নারীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ
- আপডেট সময় : ০২:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:
সাবহেডলাইন:সিলোনিয়ায় বিবি রাবেয়াকে হামলা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ; আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তদন্তে অভিযোগের সত্যতার ইঙ্গিত
সংবাদ প্রতিবেদন:
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনিয়া গ্রামে (লালপোলের পূর্ব পাশে) সম্পত্তি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে বিবি রাবেয়া নামে এক গৃহবধূর উপর মারধর ও ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী বিবি রাবেয়ার অভিযোগ অনুযায়ী, তার স্বামী মোঃ ফারুকের পারিবারিক সম্পত্তি নিয়ে বহুদিন ধরে তার দেবরদের সঙ্গে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হওয়া সত্ত্বেও সমস্যা সমাধান হয়নি।
অভিযোগে বলা হয়, থানায় মামলা করতে গেলেও প্রভাবশালী মহলের কারণে প্রতিবারই মামলা নষ্ট হয়ে যায় এবং তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
আজকের ঘটনার সূত্রপাত
২৩ নভেম্বর ২০২৫ সকালে বিবি রাবেয়ার ছোট ছেলে একটি কুকুরকে পাথর ছোড়ার জেরে তার দেবরপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযোগে উল্লেখ থাকা তিন ব্যক্তি—
১. ইয়াছিন (পিতা: মৃত সিরাজ),
২. সেলিম (পিতা: মৃত ছিদ্দিক আহমেদ),
৩. জসিম (পিতা: অজ্ঞাত)—
বিবি রাবেয়ার উপর হামলা চালায় এবং প্রকাশ্যে মারধর করে।
অভিযোগে বলা হয়, ঘটনাটি লোকসমক্ষে দেখানোর মতো ছিল না। এ সময় কথিত তৃতীয় ব্যক্তি জসিম তাকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে বাড়িতে থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেন।
মানবাধিকার সংস্থার হস্তক্ষেপ
সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার উদ্যোগে উভয় পক্ষের সম্পত্তির পরিমাপ-সংক্রান্ত সমাধান হয়েছিল বলে জানা গেছে।
কিন্তু আজকের নতুন হামলার পর বিবি রাবেয়া ওই সংস্থার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর সংস্থাটির চট্টগ্রাম বিভাগীয় প্রধান জনাব আবুল কাশেম এবং ফেনী জেলা আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ (সাংবাদিক)-এর নেতৃত্বে একটি ৫ সদস্যের তদন্তদল ঘটনাস্থলে যান।
স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তারা বিস্তারিত বিবরণ শুনে অভিযোগকে প্রাথমিকভাবে সত্য বলে মনে করেন।
স্থানীয়দের দাবি
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের এই বিরোধ জটিল আকার ধারণ করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
ভুক্তভোগীর বক্তব্য
বিবি রাবেয়া বলেন—
“আমি বহুদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছি। থানায় গেলে মামলা নষ্ট করে ফেলে।
আজ আবার আমাকে মারধর করেছে এবং ১০ লক্ষ টাকা চাঁদা চেয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”
প্রশাসনের প্রতি আহ্বান
মানবাধিকার সংস্থা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে।




















