ফেনী সদর হাসপাতাল কে মেডিকেল কলেজে ও ফেনী সদর উপজেলায় কে মডেল উপজেলায় উন্নত করা হবে

- আপডেট সময় : ০৫:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার:ফেনী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক বলেছেন, “আমি যদি ফেনী-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পাই এবং জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে ফেনীকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলব।”
সম্প্রতি দৈনিক বাংলাদেশের চিত্র এর ফেনী প্রতিনিধি’র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ফেনীর উন্নয়ন পরিকল্পনা ও দলের প্রতি তার দীর্ঘদিনের অবদান নিয়ে কথা বলেন।
সাক্ষাৎকারে প্রথমে জানতে চাওয়া হয়—
আপনি যদি ফেনী-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন পান, তাহলে ফেনীর জন্য কী করবেন?
এর জবাবে গাজী হাবিবুল্লাহ মানিক বলেন,
“আমাকে যদি দল থেকে মনোনয়ন দেওয়া হয় এবং আমি জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে সর্বপ্রথম ফেনী সরকারি হাসপাতালকে সরকারি মেডিকেল কলেজে রূপান্তর করব।
দ্বিতীয়ত, ফেনী সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করব।
তৃতীয়ত, ফেনী-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় একটি ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে যেখানে প্রতিদিন দুর্ঘটনা ঘটে। এটি ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি।
এক কথায়, আমি চাই ফেনী যেন শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে একটি মডেল জেলায় পরিণত হয়।”
এরপর প্রতিনিধি প্রশ্ন করেন—
গত ১৭ বছরে দলের জন্য আপনার ভূমিকা কী ছিল?
উত্তরে তিনি বলেন,
“এটা ফেনীর জনগণ ও তৃণমূল বিএনপি ভালোভাবেই জানে আমি কেমন ভূমিকা রেখেছি।
আমি কর্মীবান্ধব লোক কর্মীদের মূল্যায়ন করি, আন্দোলন-সংগ্রামে সবসময় রাজপথে ছিলাম কর্মীদের সঙ্গে।
শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে আমার নামে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে, বহুবার কারাগারে গিয়েছি। একটি মামলার জামিন নিলে কারাগারের গেটেই আরেকটি মামলা দিয়ে আমাকে পুনরায় গ্রেফতার করা হতো। তারপরও আমি থেমে থাকিনি।
আমি আগেও ছিলাম ফেনীর জনগণের পাশে, এখনো আছি, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”
গাজী হাবিবুল্লাহ মানিকের এই বক্তব্যে ফেনীর রাজনীতিতে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
অনেকেই বলছেন, দীর্ঘদিন মাঠে থাকা এই তৃণমূল নেতার উন্নয়ন পরিকল্পনা এবং দলের প্রতি আত্মত্যাগ আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।