ফুলপুর জমি সংক্রান্ত বিরোধের জেরে শিক্ষক নিহত
- আপডেট সময় : ০৮:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারধরের শিকার এক শিক্ষকের মৃত্যু ঘটছে । নিহত শিক্ষক কামাল উদ্দিন গোয়াতলা রঘুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার বওলা ইউনিয়নের পুরান নগর গ্রামে এই ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল এএসপি ও ফুলপুর থানা পুলিশ। এইসময় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচাতো ভাই ও চাচী সহ তিনজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো জেঠাতো ভাইয়ে ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক ও মারধরের ঘটনা ঘটলে এই সময় অজ্ঞান হয়ে পড়েন শিক্ষক কামাল উদ্দিন। তাকে ফুলপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুলপুর থানার ওসি মোঃ মাহবুবুর রহমান জানান,খবর পেয়ে সার্কেল এএসপি স্যার সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি মরদেহ ময়নাতদন্তের জন্য মমেক মর্গে পাঠানো হয়েছে ।



















