সংবাদ শিরোনাম :
ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের গনহত্যার প্রতিবাদে খাজুরায় মার্চ ফর প্যালেস্টাইন

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর:- পূর্ব ঘোষিত আহবানে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ৩ টায় মুসলিম তাওহীদ ছাত্র-জনতার আয়োজনে উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল শুরু হয় খাজুরা বাজারের ঈদগাহ ময়দান থেকে। পরে খাজুরা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘণ্টাব্যাপী সমাবেশের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে।
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের মতো ফুঁসে উঠেছে খাজুরার সর্বস্তরের মানুষ। সকলেই যারা যারা জায়গা থেকে যে যেমন পারছে, সে তেমনি ভাবেই প্রতিবাদ জানাচ্ছে। শান্তিপূর্ণ এই বিক্ষোভ মিছিলে বিক্ষোভ কারীরা ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
বিক্ষোভ সমাবেশের বক্তব্যে অনেকেই বলেন, ইসরায়েলি পণ্যগুলো আজ থেকে বয়কট করলাম। বাড়িতে ও দোকান থেকে তাদের পণ্য ব্যবহার নিষিদ্ধের আহ্বান জানান।