ফটিকছড়িতে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০৯:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

অদ্য ১০/০৬/২৪ তারিখ ফটিকছড়ি উপজেলাতে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
ফটিকছড়ি উপজেলায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর সার্বিক কার্যক্রমের উদ্বোধন করেন জনাব মো: মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, ফটিকছড়ি। এ উপলক্ষে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে এক সংক্ষিপ্ত সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মো: মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), ফটিকছড়ি। সভায় বিশেষ অতিথির বক্তব্যে মোঃ মোজাম্মেল হক চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার, ফটিকছড়ি বলেন, “ভূমি সংক্রান্ত বিষয়ে সকলের সচেতনতা খুব জরুরি। তাহলেই দালাল ও দূর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব।” তিনি ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যায় এসি (ল্যান্ড)’র সাথে সরাসরি যোগাযোগ করতে বলেন।
উক্ত সভায় বীর মুক্তিযোদ্ধাগণ, অফিসার ইন চার্জ (ভুজপুর), মেয়র, নাজিরহাট পৌরসভা, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, বিবিরহাট ও নাজিরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার, ফটিকছড়ি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে স্থাপিত ভূমিসেবা বুথ পরিদর্শন করেন এবং আগত সেবা প্রার্থীদের মধ্যে নামজারি খতিয়ান ও ডিসিআর প্রদান করেন।