ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীদের সাথে জরুরী বৈঠক

- আপডেট সময় : ০৮:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :-
আজ ফটিকছড়ি উপজেলার বিভিন্ন বাজার ব্যাবসায়ী সমিতির সদস্যদের সাথে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের সাথ এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক বন্যায় কয়েক জেলায় প্লাবিত হয় এবং এখনো অনেক মানুষ পানিবন্দী। বন্যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সুযোগে খাদ্য সরবরাহ ব্যাবস্থা ক্ষতিগ্রস্থ হওয়ায় মজুদদারি বা কোন কারসাজি করে কৃত্রিম খাদ্য সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্য বৃদ্ধি করে জনগণের ভোগান্তি যেন না হয় সেজন্য সবাইকে অনুরোধ জানানো হয় এবং এই ব্যাপরে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেন। সভায় এই ছাড়া আরও সার্বিক বিষয়ে আলোচনা ওঠে আসে। সভায় সবার সাথে আলাপ করে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ গুলো গৃহিত হয়-
১. বিধি মোতাবেক সকল খুচরা ও পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য প্রকাশ্য স্থানে প্রদর্শন করবেন।
২. বন্যাদুর্গত মানুষের কষ্টের কথা বিবেচনায় নিয়ে ন্যুনতম লাভে পন্য বিক্রয় করবেন।
৩. বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট দেশের বিভিন্ন স্থান থেকে আসা স্বেচ্ছাসেবীদের খাবারের মূল্যের উপর ৫০% ডিস্কাউন্ট প্রদান করবে।