প্রয়াত ধর্মানন্দ মহাথের এর শেষকৃত্য সম্পন্ন

- আপডেট সময় : ০৯:৫৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) :
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি সাংঘিক ভিক্ষু ব্যক্তিত্ব,রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের পূর্বআবুরখীল তালুকদার পাড়ার শান্তিময় বিহারের উপাসক প্রয়াত যতীন্দ্র লাল বড়ুয়ার পুত্র সংঘপিতা প্রয়াত প্রিয়দর্শী বড়ুয়া ও সংঘমাতা দেবী রানী বড়ুয়া’র কনিষ্টপুত্র এবং পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের নবরূপকার, কর্মবীর প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথের র প্রাণপ্রতিম শিষ্য, রাউজান কেউটিয়া খামারবাড়ি সার্বজনীন ধর্মদূত বিহারের অধ্যক্ষ রত্নসুহৃদ ধর্মানন্দ মহাথের’র শেষকৃত্যানুষ্ঠান রাউজান কেউটিয়া খামারবাড়ী সার্বজনীন ধর্মদুত বিহারে ৪ জুলাই ২০২৫ শুক্রবার সম্পন্ন হয়েছে ।
সারাদিনব্যাপি অনুষ্ঠানের মধ্যে সকাল বেলা আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংঘিক ব্যাক্তিত্ব হোয়ারাপাড়া মৈত্রী বিহারের মহাধ্যক্ষ সংঘবন্ধু দেবানন্দ মহাথের ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যম বিনাজুরী মৈত্রীনিকেতন বিহারের অধ্যক্ষ কর্মবীর দেবমিত্র মহাস্থবীর । বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের । সকালবেলার পূন্যময় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ এর মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ থের ।
বিকেল বেলার শেষকৃত্যানুষ্ঠান ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মী রতনশ্রী মহাথের ।
আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহসভার উর্দ্ধতন সহ-সভাপতি স্মৃতিভাস্কর শীলভদ্র মহাথের ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অগগমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ অধ্যাপক ড. বনশ্রী মহাথের ।
প্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সংঘনায়ক শাসনতিলক সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের ও প্রধান সদ্ধর্মদেশকের আসন গ্রহন করেন খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা উ পঞ্ঞা চক্ক মহাথের ।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শ্রীসদ্ধর্মশাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাথের অনুষ্ঠানের কথা থাকলেও অসুস্থতার কারনে আসতে না পারায় ওনার বানী পাঠ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সভাপতি মিঃ ব্রাম্মান্ড প্রতাপ বড়ুয়া ।
স্মৃতিচারন করেন উদযাপন পরিষদের সমন্বয়কারী দেব মিত্র থের, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, শিক্ষক সমিরন বিকাশ বড়ুয়া, বিনয় ভুষন বড়ুয়া, সমাজ সেবক স্বপন কুমার বড়ুয়া, অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা রুপতি রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাধারন সম্পাদক ডাক্তার অমরেশ বড়ুয়া চৌধুরী, পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া , যুগ্ম সমন্বয়কারী ডাক্তার উদয়ন কুমার বড়ুয়া, রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া, ধর্মদুত বিহারের সভাপতি বাবুল বড়ুয়া, সাধারন সম্পাদক বিমল বড়ুয়া, অর্থসচিব নয়ন বড়ুয়া, ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংঘনিধি সুমঙ্গল থের , ভদন্ত বি সত্যানন্দ থের ,ভদন্ত করুনা নন্দ ভিক্ষু ও শিক্ষক সুমন বড়ুয়া ।