প্রবাস ফেরতরা পাবেন ৫০ লাখ টাকা ঋণ!

- আপডেট সময় : ০৫:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:
আকাশ সমান স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমান দেশের লাখ লাখ তরুণ। কিন্তু ভাগ্য সবার সহায় হয় না। দালালের খপ্পড়ে পড়ে, কাজ না পেয়ে, অবৈধ হয়ে অনেককে শূন্যহাতে দেশে ফিরতে হয়। লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে হতাশায় পড়েন অনেকে। কি করবেন, কিভাবে পরিবার নিয়ে বেঁচে থাকবেন সেই চিন্তায় পড়ে যান। এমন প্রবাস ফেরতদের সহযোগীতা করতে চায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন প্রবাসী কল্যাণ ব্যাংক।
বিদেশে যাওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক অথবা নিয়োগদাতার পক্ষ থেকে হয়রানির কারণে দেশে ফিরে আসেন অনেকে। তাদের সহজ শর্তে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে চায় প্রবাসী কল্যাণ ব্যাংক। এমনকি কোনো প্রকার জামানত ছাড়া ৩ লাখ টাকা পর্যন্ত দিবে ব্যাংকটি। মূলত প্রবাসীদের স্বাবলম্বি করার জন্য এই উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়ের অধিন এই ব্যাংকটি।
তবে ৫০ লাখ টাকা ঋণ নিতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম। ৫ লাখ টাকার বেশি হলে ঋণ গ্রহীতার গ্যারন্টরের স্থাবর সম্পত্তি রেজিস্ট্রি মর্টগেজমূলে ব্যাংকে অনুকূলে দায়বদ্ধ থাকবে।
তবে কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়া সকল তথ্য সঠিক থাকলে ১০ কর্মদিবসের মধ্যে ঋণ প্রদান করবে ব্যাংটি। সেই সাথে ৯ শতাংশ সুদে ১০ বছরের কিস্তিতে ঋণ শোধ করার সুযোগ থাকবে।
কিভাবে লোনের আবেদন করতে হবে? কি কি কাগজপত্র লাগবে? কত টাকা নিলে জামানত দিতে হবে তার বিস্তারিত উল্লেখ করা আছে প্রবাসী কল্যান ব্যাংকের ওয়েব সাইটে।